Stolen Gold sale, Hooghly : বহু সোনা বিক্রি করতে গিয়ে গ্রেফতার পরিচারিকা

আরও পড়ুন

বিপুল পরিমাণ অর্থের সোনা বিক্রি করতে গিয়ে গ্রেফতার এক পরিচারিকা। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়। গৃহকর্তার বাড়িতে থেকেই সোনা হাতিয়ে বিক্রি করতে চাইছিলেন অভিযুক্ত ওই পরিচারিকা।

সূত্রের খবর, অভিযুক্তের নাম রুপা সিং। তিনি প্রায় ১০ বছর ধরে উত্তরপাড়ার তেঁতুলতলা এলাকার একটি বাড়িতে কাজ করতেন। ওই বাড়ির গৃহকর্তা সৌরভ দাস কয়েকদিন আগে একটি ফাইল খুঁজতে গিয়ে আলমারি খুললে দেখতে পান আলমারির লকার খোলা। সেই দেখে পুলিশের দ্বারস্থ হন সৌরভবাবু। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ওই বাড়ির পরিচারিকা রুপা সিং সুযোগ বুঝে আলমারির লকার খুলে হাতের কাছে যা পেয়েছেন তা হাতিয়ে নিয়েছেন। সেই সোনার গয়না উত্তরপাড়ায় একটি দোকানে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন ওই পরিচারিকা। জানা গেছে, শুধু রূপা সিং একা না ওর স্বামী ধর্মেন্দ্র সিংও জড়িত ছিলেন এই ঘটনায়। পুলিশ রুপা সিং-কে আটক করে একটি নেকলেস, একটি সোনার চেন, কানের ঝুমকো ও আংটি উদ্ধার করা হয়েছে। পুলিশ সোনার গয়না উদ্ধার করে দেওয়ায় খুশি সেই গৃহকর্তা-সহ তার স্ত্রী-ও।

হুগলি থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close