Howrah : লরি চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু !

আরও পড়ুন

শনিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিশাল র‍্যাফ বাহিনী। স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তার কারনেই এমন দুর্ঘটনা ঘটেছে।

মৃত ওই ছাত্রীর নাম লক্ষ্মী তুরি। বয়স ১৩ বছর। লিলুয়ার সহায়িকা গার্লস স্কুলের ছাত্রী ছিল সে। সূত্রের খবর, স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় তার। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় বড় বড় গর্ত থাকার কারনে লরিটি রাস্তার ধারে চলে আসে। ফলে সেই লরির চাকায় পিষ্ঠ হয় ওই ছাত্রী। এরপই তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন খবরে শোকের ছায়া নেমে আসে পরিবার সহ-এলাকাবাসীর ওপর।

অপরদিকে এমন ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে। স্থানীয় মানুষ এরপরই বিক্ষোভ দেখান। আটক করা হয় গাড়িটিকে। যদিও লরি ফেলে পালিয়ে যায় চালক এবং খালাসী। বিক্ষোভকারীরা লরিটিতে ভাঙচুর চালায় বলে খবর। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সুবিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ হাজির হয়।

স্থানীয়দের অভিযোগ, গোশালার কাছে এনএস রোডের বেহাল দশার কারনেই এমন দুর্ঘটনা ঘটেছে। রাস্তাটি কয়েকমাস আগে ঠিক করা হলেও কিছ দিন পরে আবার রাস্তার অবস্থা আগের মতন হয়ে যায়।

ফোর্টিন টাইমলাইন, হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close