প্রশাসন বা পুলিশের ওপর ভরসা নেই। তাই কালিয়াগঞ্জ কান্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই সিবিআই তদন্তের দাবিতে বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল কামতাপুর পিপল অফ পার্টি ইউনাইটেড এবং কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির যৌথ মঞ্চ কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম। সেই সঙ্গে এদিন বিক্ষোভ প্রদর্শন করা হয় এই যৌথ মঞ্চের পক্ষ থেকে।
সূত্রের খবর, বুধবার দুপুরে যৌথ মঞ্চের শতাধিক সদস্য ব্যানার পোস্টার মিছিল করে জেলা শাসকের দফতরের উদ্দেশে রওনা হলে দফতরের কিছু আগেই বিরাট পুলিশ বাহিনী তাদের আটকে দেয়। সেখানেই তারা বিক্ষোভ দেখাতে থাকেন।
এবিষয়ে কামতাপুর জলপাইগুড়ি পিপল পার্টির জেলা সম্পাদক বিশ্বনাথ রায় বলেন, কালিয়াগঞ্জের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। শুধু তাই নয় এতো পুলিশ থাকার পরেও অঘটন ঘটে যাচ্ছে। সেই দিক থেকে ব্যর্থ পুলিশ।
অন্যদিকে কে এস ও জেলা সম্পাদক অবনিশ রায় বলেন, সিবিআই তদন্তের দাবিতে আদালতে যাওয়া হবে। কারন পুলিশের ওপরে আর ভরসা নেই।
জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য্যের এরিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।