Summer vacation: রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়ল

আরও পড়ুন

প্রতিদিন গরমের দাবদাহ বেড়েই চলেছে। ফলে, রাজ্যে গরমের ছুটি(Summer Vacation) বাড়াতে বাধ্য হল শিক্ষা দফতর।পশ্চিমবঙ্গের ২১ টি জেলার বিদ্যালয়গুলিতে গরমের ছুটির মেয়াদ ২৬ তারিখ পর্যন্ত বাড়ানো হ’ল। প্রসঙ্গত, এরাজ্যে বর্তমানে ২৩টি জেলা রয়েছে। তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলা বাদ দিয়ে বাকি সবক’টি জেলাতে গরমের ছুটি আগামী ২৬ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব মণীশ জৈন নবান্ন থেকে সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে এ খবর জানিয়েছেন।

এর আগেও তীব্র গরমের কারনে শিক্ষা দফতরের কাছে ছুটির আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তার জন্য ১৬ জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটির ঘোষণা করা হয়েছিল। গরম না কমার ফলে গতকাল রবিবার ছুটি বাড়ানোর কথা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবারই ছুটির মেয়াদ বৃদ্ধি করার কথা জানানো হয়েছে শিক্ষা দফতর থেকে। প্রসঙ্গত, মণীশবাবু জানান, এরাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ ক্রমবর্ধমান। দু’একটি জেলা থেকে মৃত্যুর খবরও তাদের দফতরে এসে পৌঁছেছে। ছাত্র- ছাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই ছুটি বৃদ্ধি করা হ’ল।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close