Tapan : রোগের তাড়না থেকে মুক্তি পেতে বধু আত্মঘাতী

আরও পড়ুন

ঘর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তপন থানার জমিন নিশ্চিন্তা এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম মলিনা কর্মকার (৪৮)। বাড়ি নিশ্চিন্তা গ্রামেই। বেশ কিছুদিন যাবত তিনি অসুস্থ ছিলেন। এদিন পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবারও খান তিনি। বিকেলে মলিনা দেবীর বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যায় পরিবারের লোকজন বাড়ি ফিরে তাঁকে ঘরের সিলিং-এ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়।

ফোর্টিন টাইমলাইন, তপন , দক্ষিণ দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close