Jalpaiguri : কাঁচা চা পাতার দাম না মেলায় ক্ষতির মুখে চা চাষিরা

আরও পড়ুন

চা পাতার দাম কমে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন চা বাগান মালিকরা। চা পাতার দাম বৃদ্ধির দাবিতে সোমবার জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির পক্ষ থেকে মৌন মিছিল করে টি বোর্ডে স্মারকলিপি দিল। এই অবস্থার উন্নতি না হলে পুজোর আগে সংগঠনের তরফ থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে। টি বোর্ডের আধিকারিক শর্বরী চৌধুরী গোঁহাই জানিয়েছেন, সংগঠনের দাবিপত্র উচ্চ আধিকারিকদের পাঠানো হবে। তাদের নির্দেশ মত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে শর্বরীদেবী আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, কাঁচা চা পাতার দাম ক্রমশই কমতে থাকায় ক্ষুদ্র চাষিরা চরম ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে এককেজি কাচা চা পাতা তৈরি কর‍তে খরচ পড়ছে ১৮.৫২ পয়সা। কিন্তু চাপাতার দাম পাচ্ছেন ১৩ থেকে ১৫ টাকা। এছাড়াও কাঁচা পাতার জল বাবাদ ৩০ শতাংশ বাদ দেওয়া হচ্ছে। কাঁচা চা পাতার মূল্য বৃদ্ধির জন্য টি বোর্ডের সঙ্গে একাধিকবার বৈঠক করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ক্ষুদ্র চা চাষিদের সমস্যা নিয়ে টি বোর্ডের আধিকারিকের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান না হলে টি বোর্ড থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চাষি সংগঠন। টি বোর্ড এর আধিকারিকরা তাদের সমস্যা করতে না পারলে আগামীতে দফতরের সামনে লাগাতর আমরন অনশনের কর্মসূচী গ্রহন করা হবে। শুধুমাত্র জলপাইগুড়ি জেলাই নয় একই সমস্যায় ভুগছে উত্তর দিনাজপুর জেলার চা চাষিরা। পুজোর আগে উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন টি ডেভোলপমেন্টের এ্যাসিট্যান্ট ডিরেক্টর শর্বরী চৌধুরী গোঁহাই জানিয়েছেন, সমিতির পক্ষ থেকে যে দাবিপত্র তার হাতে তুলে দিয়েছেন তার সবগুলি সরকারি সিদ্ধান্ত। তাদের দাবি উচ্চআধিকারিকের কাছে পাঠানো হবে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার আশ্বাস দিয়েছেন।

জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close