Jalpaiguri : অদৃশ্য চিতাবাঘের আতঙ্কে উত্তেজনা

আরও পড়ুন

ডুয়ার্সে ফের চিতাবাঘের আতঙ্ক ছড়াল। জানা যায় ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকার পঞ্চায়েত পাড়ার একটি ছোট চা বাগানে মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ করার সময় বাগানের মধ্যে একটি গরুকে মৃত অবস্থায় পরে থাকতে দেখতে পায়।এর পরেই আতঙ্কে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়।খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। তৎক্ষণাৎ খবর পেয়ে ছুটে আসেন খুনিয়া স্কোয়াড ও ধুপঝোরা বিটের বনকর্মীরা। সূত্রের খবর বনকর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের নিয়ে ওই চা বাগানে চিতাবাঘের খোঁজে তল্লাশি চালালেও কোনো খোঁজ পায়নি। সম্প্রতি স্থানীয় বাসিন্দারা জানান,গত কয়েকদিন ধরেই ওই চা বাগানে চিতা বাঘ আশ্রয় নিয়ে আছে । স্থানীয় সূত্রে , দিন দিয়েক আগে এলাকার একটি ছাগলকেও সাবার করে ওই চিতাবাঘ। সোমবার রাতে একটি গরুকে গলায় ধরে তার মাংস খায় চিতাবাঘটি।

প্রসঙ্গত স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরণ সহ চিতাবাঘ ধরতে বাগানে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন। সূত্রের খবর, ওই চা বাগানের পাশেই রয়েছে জনবসতিপূর্ন এলাকা।সন্ধ্যার পর শিশুরা যাতে বাইরে বের না হয় তার আবেদন এদিন বনকর্মীরা বাসিন্দাদের জানিয়েছেন।নিদিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া সহ বাগানে খাঁচা বসানোর আশ্বাস দেওয়া হয়েছে বনদপ্তরের তরফে।

=west

 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close