Cooch Behar : বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা দিনহাটায়

আরও পড়ুন

দিনহাটা মাতালহাট বিজেপি-র বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠি চার্জ, কদনে গ্যাস । কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে আটকে রেখেছে এই অভিযোগ ঘিরে উত্তেজনা। দিনহাটার মাতালহাটে গ্রাম পঞ্চায়েতের বিজেপি-র পঞ্চায়েত সদস্য বাদল বর্মনকে আটকে রাখা হয়েছে। যার ফলে বিজেপির এক গোষ্ঠী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ভাঙচুর করে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয় । সূত্রের খবর, এই গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে। কিন্তু প্রধান নির্বাচনে বিজেপির একাধিক দাবিদার থাকায় কোন্দল দেখা দেয়। এদিন বোর্ড গঠনের সময় বিজেপি-র প্রধান পদের দাবিদার বাদল বর্মন হাজির হননি। আর বিজেপি নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বাদল বর্মনকে আটক রেখেছে। এই অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা জীবন বর্মনের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি-র পঞ্চায়েত সদস্য বাদল বর্মনকে আটক করে রেখেছে। তাকে ধিক্কার জানাই।

কোচবিহারের দিনহাটা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close