Malda : ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ছ’টি পরিবারের সর্বস্ব

আরও পড়ুন

প্রতিবেশী বাড়ির গোয়াল ঘর থেকে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল ছয়টি পরিবারের সর্বস্ব। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামে।

প্রসঙ্গত, প্রতিবেশী জাকির হোসেন গোয়াল ঘর থেকে আগুনের উৎপত্তি হয়ে ভস্মিভূত হ’ল আব্দুল রহমান, আতাউর রহমান, সাত্তার আলি, রবিউল ইসলাম, মর্জিনা বিবি-সহ জাকির হোসেনের বাড়ি। বাড়িতে মজুত রাখা প্রায় নগদ আট লক্ষ টাকা সহ সমস্ত আসবাবপত্র, খাদ্যসামগ্রী থেকে একটি মোটরবাইক পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। রাত্রি ১টা নাগাদ আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন একজন জন ব্যাক্তি। তিনি বর্তমানে চাঁচল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অগ্নিদগ্ধ হয়েছে গরু, ছাগল, মুরগি ও হাস। মোট প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার জাকির হোসেন গোয়াল ঘর থেকে আগুন লাগে। ক্ষণিকের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিবেশীর ছয়টি বাড়ি। কোনওক্রমে বাড়ির লোকেরা ঘর থেকে বেড়িয়ে আসে। গভীর রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ি থেকে কোনও সামগ্রী বার করতে পারেননি। আগুন দেখে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। গ্রামের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর তুলশিহাটা দমকল কেন্দ্র থেকে ছুটে আসে দমকলবাহিনী। কয়েক ঘণ্টার চেষ্টায় কোনওভাবে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ছয়টি ঘরে থাকা নগদ টাকা, মোটরবাইক, আসবাবপত্রসহ ,বাড়িতে মজুদ থাকার বিভিন্ন শস্য-সহ মূল্যবান সামগ্রী নিমিষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে সরকারি সাহায্যের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের সদস্যরা। পরদিন সকাল বেলা ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে দেখা করতে আসেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন। তিনি বলেন ছয়টি পরিবার সর্বস্ব হারিয়েছে। বিডিওর সঙ্গে কথা বলে সমস্ত রকম সহযোগীতা করবো। আগুনে পুড়ে যাওয়া পরিবারের সদস্য আতাউর রহমান বলেন, “আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখি প্রতিবেশীর বাড়ি গোয়াল ঘর থেকে আগুন আমাদের বাড়িতে লেগে গেছে। তৎক্ষণাৎ বউ বাচ্চাকে নিয়ে কোনওরকম ঘর থেকে বেরিয়ে আসি।”

Avishek Saha, Reporter, North Malda

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close