Uttar Dinajpur : রমজান মাসে ২২০ পরিবারকে অর্থ সাহায্য ক্লাবের

আরও পড়ুন

পবিত্র রমজান মাসে দিনভর অভুক্ত থেকে ‘রোজা’ পালন করাই থাকে মুসলমান ধর্মাবলম্বী মানুষের একমাত্র লক্ষ্য। অথচ দিন শেষে ‘ইফতার’-এর সময় প্রয়োজন পর্যাপ্ত খাবারের। যা গরিব মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নিয়ম করেই রক্ষা করে চলেছেন । এক মাস রোজা-পালন শেষে আগামী ৩ মে, বুধবার তারা পালন করবেন পবিত্র ‘ঈদ উল ফিতর’ উৎসব। সেই সমস্যা সমাধানের জন্য খানিকটা শরিক হ’ল উত্তর দিনাজপুরের করণদিঘির বিলাসপুর সমাজ কল্যাণ ক্লাব। তারা আগামী ৩ তারিখ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিলাসপুর সমাজ কল্যাণ ক্লাবের সামনে গরিব ও দুঃস্থ ২২০ পরিবারকে ৩৫০ টাকা করে অর্থ সাহায্য দিলেন রবিবার। এদিন উপস্থিত ছিলেন বিলাসপুর সমাজ কল্যাণ ক্লাবের সম্পাদক ইয়াকুব আলি-সহ বিলাসপুর সমাজ কল্যাণ ক্লাবের প্রত্যেক সদস্যরা। বিলাসপুর সমাজ কল্যাণ ক্লাবের সম্পাদক ইয়াকুব আলি ঈদ উপলক্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সেইসঙ্গে এই উৎসব ভাল করে কাটানোর জন্য আহ্বান জানান।

Abhi Sinha, Reporter, Karandighi, Uttar Dinajpur

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close