বিধ্বংশী অগ্নিকান্ডে পুড়ে ছাই গেছে কালিয়াগঞ্জ পুরসভার শান্তিকলোনী পিরতলা এলাকায় মিলন বর্মন নামে এক ব্যক্তির বাড়ি। স্থানীয়দের সহযোগিতায় ওই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শুক্রবার সকালে পরিবারের সঙ্গে দেখা করে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিলেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম বিশ্বাস।
সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে আচমকাই আগুন লেগে যায় স্থানীয় বাসিন্দা মিলন বর্মনের বাড়িতে। এলাকাবাসীদের চোখে ঘটনাটি পড়তেই তারা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। শুক্রবার সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে দেখা করতে যান ওই এলাকার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম বিশ্বাস।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।