প্রয়াত হলেন রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক এবং বিশিষ্ঠ চা শিল্পপতি তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র জলপাইগুড়িতে। বুধবার গভীর রাতে জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছুদিন ধরেই শারীরিক কিছু সমস্যায় ভুগছিলেন তিনি বলে সূত্রের খবর। চিকিৎসার জন্য মুম্বই যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু আর যাওয়া হয়ে উঠল না তাঁর। কোভিডে আক্রান্ত হওয়ার পর ফুসফুসে তার ব্যাপকভাবে ক্ষতি হয় বলে জানা গেছে। আগামীকাল বৃহস্পতিবার, তার অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা রয়েছে। তবে এমন ঘটনায় শোকাহত তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকেরা।
Jalpaiguri : প্রয়াত হলেন কৃষ্ণ কুমার কল্যাণী
- Advertisement -