শীত-গ্রীষ্ম-বর্ষা রোগীর পরিজনদের রাত কাটে বট গাছের তলায় কিংবা হাসপাতাল চত্বরে। প্রতীক্ষালয় থাকলেও তার দরজায় ছিল তালা ঝোলানো। জেলাশাসক পদে দায়িত্ব নেওয়ার পরেই চাঁচল হাসপাতাল পরিদর্শনে আসেন জেলা সমাহর্তা নীতিন সিংহানিয়া। রোগীর পরিজনদের সমস্যার কথা শুনতে দ্রুত সভাধিপতিকে প্রতীক্ষালয় নির্মাণের নির্দেশ দেন মালদা জেলার নয়া জেলাশাসক নীতিন সিংহানিয়া। নির্দেশের পরেই বৃহস্পতিবার সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতীক্ষালয়ের জায়গা পরিদর্শনে এলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। হাসপাতালে ঢুকতেই নিচেই তৈরি হবে রোগীর পরিজনেদের বিশ্রামাগার। এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কুমারেশ ঘোষ, হাসপাতালের সহকারি সুপার তৃদ্বীপ মাইতি-সহ অন্যান্যরা।
মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, “চলতি মাসের ১১ তারিখে হাসপাতাল পরিদর্শনে আসেন জেলাশাসক। সেখানে আলোচনা করে প্রতীক্ষালয় নির্মাণের নির্দেশ দেন জেলাশাসক। জেলাশাসকের নির্দেশের পর আজ আমরা জেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতালে রোগীর পরিজনদের প্রতীক্ষালয়ের জায়গা পরিদর্শন করলাম। দ্রুত প্রতীক্ষালয়ের কাজ শুরু হবে”।
ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা