Jalpaiguri : চালকের তৎপড়তায় আবারও রক্ষা পেল হাতি

আরও পড়ুন

আবারও রেললাইনের ওপর চলে আসল হাতি। আবারও চালকের তৎপড়তায় রক্ষা। চলন্ত ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে বুনো হাতির প্রাণ রক্ষা করলেন চালক। সূত্রের খবর, শুক্রবার বিকেলে আপ আর ই স্পেশাল ট্রেন সেভক-বাগ্ৰাকোট রেললাইন ধরে যাচ্ছিল। সেসময় ট্রেনের লোকো পাইলট রজনী কান্ত ও সহকারি লোকো পাইলট শুভঙ্কর মন্ডল দেখতে পান, একটি বুনো হাতি ৩২/৭-নম্বর রেল পিলারের কাছে রেল লাইন পার করে এক পাশের জঙ্গল থেকে অন্য পাশের জঙ্গলের দিকে যাচ্ছে। দেখামাত্রই ট্রেনের চালক গতি কমিয়ে ট্রেন থামিয়ে দেন। এরপর হাতিটি জঙ্গলে ঢুকে যাওয়ার পর ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

উল্লেখ্য, ডুয়ার্সের একাধিক জঙ্গলের বুক চিরে গিয়েছে রেললাইন এবং জাতীয় সড়ক। তাই মাঝেমধ্যেই রেললাইন ও জাতীয় সড়কের ওপর হাতি ও অন্যান্য বন্যপ্রাণী চলে আসে।

এমনকি গত ২৮ ও ২৯ মে পরপর দু’দিন ট্রেনের সামনে এসে পড়েছিল হাতি। সেই ক্ষেত্রেও চালকের তৎপরতায় রক্ষা পেয়েছিল হাতি। এদিনের ঘটনাতেও দুই চালকের তৎপরতায় আরও একটি হাতির প্রাণ বাঁচলো একথা বলা যেতেই পারে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close