জীবিত সদ্যজাত শিশুকে মৃত বলে ঘোষণার অভিযোগ উঠেছে একটি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। এমন ঘটনার কথা চাউর হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, শনিবার ভোরে প্রসব যন্ত্রণা নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হন মনলিশা খাতুন নামে রসকুন্ডুর এক গৃহবধূ। দুপুর দুটো নাগাদ তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। যদিও সেই শিশুটি সময়ের অনেক আগেই হয়েছে বলে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন বিকেল পাঁচটা নাগাদ শিশুটির পরিবারকে জানিয়ে দেওয়া হয় ওই শিশুটি মারা গিয়েছে। অভিযোগ, হাসপাতালে কেউ তার ভালো মতো পরীক্ষা না করেই তাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। মৃত স্ট্যাম্প দিয়েও আট ঘন্টার জন্য পলিথিন প্লাস্টিকে প্যাকিং করে রাত ন’টা নাগাদ শিশুটিকে মৃত বলে পরিবারের হাতে তুলে দেন চিকিৎসক। এরপর শিশুটিকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হলে সে হঠাৎই বেঁচে ওঠে এবং তার শ্বাস-প্রশ্বাসও শুরু হয়ে যায়। তড়িঘড়ি সেই শিশুটিকে পুনরায় ঘাটাল হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে আবার হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। শিশুটি যেহেতু আটঘণ্টারও বেশি সময় যাবৎ চরম অবহেলায় প্লাস্টিকে মুড়ে পড়ে ছিল তাতে তার অনেকটাই ক্ষতি হয়েছে। তাকে এনে এবার চিকিৎসা শুরু করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এমন ঘটনায় চিকিৎসকের নজিরবিহীন শাস্তির দাবি তুলে সরব হয়েছেন শিশুটির পরিবারের সদস্যরা।
ফোর্টিন টাইমলাইন, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর।