উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মিলনপল্লী এলাকায় জল নিকাশি নালা তৈরির সময় ভেঙে পড়ে যাওয়ায় ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেতা তথা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কারন সংবাদমাধ্যমের সামনেই ঠিকাদারি সংস্থার প্রতিনিধি ও গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর ২জনে বাকবিতন্ডে জড়িয়ে পড়েন।
ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি রতন সরকার ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। অন্যদিকে, ঠিকাদারি সংস্থার দাবি ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তাকে কাজ দিয়েছে তাই তিনি প্রধানকে কিছু জানাবেন না আর কাজ হয়েছে প্রাকৃতিক দুর্যোগের ভেঙে গিয়েছে পরবর্তীতে ঠিক করে দেওয়া হবে বলে জানিয়েছেন।
Islampur, Fourteen Times Line