ব্যান্ডেলের দক্ষিণ নলডাঙায় আগুন লেগে ভষ্মিভূত একটি বাড়ি। গভীর রাতে আগুন লাগে দেবাশিষ দাসের বাড়িতে। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কাঠের উনুন থেকে আগুন লাগে তুষে। সেই আগুন ভয়াবহ হয়ে গোটা বাড়িকে গ্রাস করে। বাড়ির পরিবার সেই সময়ে বেড়িয়ে পড়ায় কেউ হতাহত হয়নি।