Mogra : নাবালিকার বিয়ে রুখতে তৎপর পুলিশ প্রশাসন

আরও পড়ুন

নাবালিকার বিয়ে দেওয়া আইন সংযত নয়। সম্প্রতি, এক সাবালিকার বিয়ে দেওয়া যেতে পারে তার ২১ বছর হলে। আইন বিরুদ্ধভাবে, এদিন সকালে মগরার মধুপুরে এক নাবালিকার বিয়ের আয়োজন করা হয়। সেই নাবালিকা মেয়েটির নাম আফসানা খাতুন। পাত্রর বাড়ি পাণ্ডুয়ায়। তাদের বিয়ে দিতে আফসানার বাড়িতে কাজী সাহেব তাদের চার হাত মেলানোর জন্য উপস্থিত ছিলেন।

আফসানা খাতুন এবং তার বাবা রাজব আলী মগরা থানায়

মগরার বিডিও-র প্রতিনিধি ও মগরা থানার পুলিশের কাছে এই ঘটনাটির খবর পৌঁছালে তারা গিয়ে সেই বিয়েতে বাধাঁ দেয়। সেই নাবালিকার পরিবারের জন্য বিয়ের শুরুটা ভালো হলেও তাতে বাধাঁ হয়ে দাঁড়ায় পুলিশ প্রশাসন। উল্লেখ্য, আফসানার জন্ম ২০০৫ সালের ২৯ এপ্রিল। তার বয়স প্রায় ১৮ বছরের কাছাকাছি। আইনানুযায়ী, আফসানা বিয়ের জন্য এখনও নাবালিকা। তাই, এ বিয়ে আপাতত স্থগিত রাখা হয়েছে।

আফসানার বাবা দিন মজুর। তার তিন মেয়ে। আফসানা দ্বিতীয় সন্তান, সৈয়দ নিসা গার্লস হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তার বাবা রাজব আলী জানান, আত্মীয়ের সঙ্গেই মেয়ের বিয়ে দিচ্ছিল সে। বিয়ের পর পড়াশোনা করার জন্য আফসানা তাদের কাছেই থাকত। পরিবার সূত্রে জানা গেছে, আফসানার দাদু অসুস্থ, তিনি এই বিয়ে দেখে যেতে চান। তাই এই বিয়ের আয়োজন। পুলিশ প্রশাসন এবং বিডিও-র প্রতিনিধি তাদেরকে এই বিষয় সম্মন্ধে জানানোর ফলে, তারা তাদের ভুল স্বীকার করে। রাজব আলী আরও জানান, আফসানা তাদের কাছেই থাকবে এবং তার বিয়ে এখনই তারা দেবেন না।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close