Chopra : তিন বিঘে বাগানের চা গাছ উপড়ে চম্পট দুষ্কৃতীরা

আরও পড়ুন

রাতের অন্ধকারে প্রায় ৩ বিঘে আয়তনের চা বাগানের গাছ উপড়ে ফেলে দিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার অম্বিকানগর এলাকায়। চা বাগানের মালিক এসেরুল হক জানিয়েছেন, সোমবার সকালে বাগানে কাজ করতে গেলে বিষয়টি তার নজরে আসে। তিনি দেখতে পান, তার চা বাগানে প্রায় তিন বিঘের চা পাতার গাছ উপড়ে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। কারও সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা নেই।

তবে কি কারণে তার এত বড় ক্ষতি করল দুষ্কৃতীরা তিনি জানেন না। খবর জানাজানি হতেই এলাকার মানুষ চা বাগানে ভিড় জমাতে শুরু করে। এই ঘটনায় পুলিশে অভিযোগ জানাবেন চা বাগানের মালিক এসেরুল হক। যারা এই ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করে পুলিশের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলবেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটা কেউ বা কারা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। এটা একটা নক্কারজনক ঘটনা। পুলিশে অভিযোগ জানানো হবে। যদি পুলিশ এই ঘটনার সঠিক সুরাহা না করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ার দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শেষমেষ কী হয় সেটাই এখন দেখার।

ফোর্টিন টাইমলাইন, চোপড়া

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close