শুক্রবার সন্ধ্যায় এনজেপি থানার পুলিশ মূক ও বধির নাবালককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল। সূত্রের খবর, উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা অভিজিৎ বর্মন বৃহস্পতিবার হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিজিৎ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চোপড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। চোপড়া থানার পুলিশ তদন্তে নেমে বিভিন্ন থানায় ওই নাবালকের ছবি পাঠায় বলে খবর।
এদিন রাজগঞ্জের পানিকৌড়িতে এক নাবালক ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই খবর দেন পুলিশকে। পরবর্তীতে এনজেপি থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে-চোপড়ার সেই হারানো নাবালক এই অভিজিৎ বর্মন। সঙ্গেসঙ্গে খবর দেওয়া হয় অভিজিৎ বর্মনের বাড়িতে। শুক্রবার সন্ধ্যায় অভিজিৎ বর্মনের পরিবারের সদস্যরা এনজেপি থানায় পৌঁছয়। এরপরই পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাকে। ছেলেকে ফিরে পেয়ে যারপর নাই খুশি পরিবারের সদস্যরা।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।