Alipurduar : মাকে গলা টিপে মেরে ফেলেছি বলে স্বীকারোক্তি ছেলের !

আরও পড়ুন

মাকে খুন করে প্রতিবেশীদের সামনে স্বীকার করল মানসিক ভারসাম্যহীন ছেলে। শুক্রবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ৩ নম্বর ওয়ার্ডে। এমন মর্মান্তিক ঘটনায়ায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।

সূত্রের খবর, মৃতার নাম মীরা বিশ্বাস। কয়েক বছর আগেই তার স্বামী মারা যায়। মেয়ের বিয়ে হয়েছে আগেই। মানসিক ভারসাম্যহীন ছেলে গৌরবকে নিয়ে তিনি একসঙ্গে থাকতেন। মাঝে মধ্যেই মায়ের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত গৌরব। প্রায়শই মা ছেলের মধ্যে বিবাদ লেগেই থাকতো। শুক্রবার সকালে ছেলে গৌরব প্রতিবেশীদের সামনে জানায় যে, সে তার মাকে মেরে ফেলেছে। প্রতিবেশীরা এমন খবর শোনামাত্রই বাড়ির ভেতরে গিয়ে দেখলে মিরাদেবীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তারা পুলিশকে খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মৃতদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে তার দিদির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। তিনি কি সত্যিই কি মানসিক ভারসামন্যহীন কি না তা নিয়েও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইলাইন, আলিপুরদুয়ার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close