ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন। আর মাত্র ৯৬ দিনের অপেক্ষা। এরপরেই পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হবে মাতৃপক্ষ। বেজে উঠবে বোধনের শঙ্খ। করোনার জেরে প্রায় সব জায়গাতেই গত ২ বছর নমো নমো করো পুজো পালন করা হয়েছে। তবে এবার আর কোনও ত্রুটি রাখতে চান না পুজোর উদ্যোক্তারা। তাই কুমোরটুলিতেও শুরু হয়ে গিয়েছে ব্যস্ততা। সাধারণত আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। আশ্বিন মাসের শুক্ল পক্ষ থেকে শুরু হয় “দেবীপক্ষ”। শারদীয়া দুর্গাপুজোকে “অকালবোধন” বলা হয়। পুরাণ অনুসারে, রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পুজো করা হয়েছিল। হিন্দুশাস্ত্র অনুসারে, শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন। তাই এই সময়টি তাদের পুজোর যথাযথ সময় নয়। অকালের এই পুজোর নাম হয় “অকালবোধন”। রাম মা দূর্গাকে প্রসন্ন করার জন্য এই পুজো করেছিলেন। এই দুই পুরাণ অনুসারে, রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দূর্গার বোধন ও পুজো করেছিলেন। কৃত্তিবাস ওঝা তার রামায়ণে লিখেছেন, রাম স্বয়ং দূর্গার বোধন ও পুজো করেছিলেন।
দুর্গাপুজো সমগ্র ভারতে প্রচলিত। তবে বাঙালি সনাতনী সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে এই পুজো হয়। অবশ্য তন্ত্র-শাস্ত্র মতে সকল স্থানই দুর্গার স্থান। সকল সময় দুর্গাপুজোর সময়। আশ্বিনের নবরাত্রি পুজো শারদীয়া পুজো এবং বসন্তের নবরাত্রির পূজা বাসন্তীক দুর্গাপুজো নামে পরিচিত।
এ বছর দুর্গাপুজোর নির্ঘণ্ট:
মহালয়া:
- ২৫ সেপ্টেম্বর, রবিবার
দুর্গাপুজোর তারিখ:
- মহাপঞ্চমী ৩০ সেপ্টেম্বর, শুক্রবার
- ·মহাষষ্ঠী – ১ অক্টোবর, শনিবার
- মহাসপ্তমী – ২ অক্টোবর, রবিবার
• মহাঅষ্টমী – ৩ অক্টোবর, সোমবার
• মহানবমী- ৪ অক্টোবর, মঙ্গলবার
- মহাদশমী- ৫ অক্টোবর, বুধবার
প্রতিবছর দুর্গাপুজো বিশেষ কিছু নিয়ম মেনে হয়ে থাকে। পুরাণে বলা হয়েছে, অষ্টাদশভূজা মহিষাসুরমর্দিনী উগ্রচন্ডার বোধন করা হবে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে, ষোড়শভূজা ভগবতীর বোধন করা হবে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে এবং চতুর্ভূজা ও দশভূজা মহিষাসুরমর্দিনী বিগ্রহেবোধন করা হবে যথাক্রমে শুক্লা প্রতিপদ এবং শুক্লা ষষ্ঠীতে। দেবীপক্ষের সূচনার অমাবস্যার নাম মহালয়া; এই দিন হিন্দুরা তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধানিবেদন করে তর্পণ করেন। দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা। এদিন হিন্দুরা দেবী লক্ষ্মীর পুজো করেন। কোথাও কোথাও পনেরো দিন ধরে দুর্গাপূজা পালিত হয়। সেক্ষেত্রে মহালয়ার আগের নবমী তিথিতে পূজা শুরু হয়।
ফোর্টিন ওয়েবডেস্ক