পিছিয়ে গেল রায়গঞ্জ মোটর কালীমাতার নবনির্মিত মন্দির উদ্বোধনের কাজ। তবে এবারও নিয়ম করে অনুষ্ঠিত হ’ল মাতৃ আরাধনার কাজ, বসলো রায়গঞ্জের অফিসপাড়া সংলগ্ন মোটরকালীবাড়ির মেলা, লক্ষ্য করা গেলো নতুন-পুরনো গাড়িসহ নানান যানবাহন নিয়ে আসা চালক-মালিকদের দিনস্নাত মুখ, সকাল থেকেই চললো মোটর কালীমাতার পুজোপাঠ, শুধু উদ্বোধন হ’ল না নবনির্মিত মাতৃআরাধনার মন্দিরটির।
চৈত্রের শেষ সপ্তাহের শনিবারে এমন ছবি-ই ধরা পড়ল ‘টাইমস ফোর্টিন বাংলা’-র ক্যামেরায় উত্তর দিনাজপুরের অফিসপাড়া কর্ণজোড়ার মোটরকালীমাতা মন্দিরে।রায়গঞ্জ মোটরকালীমাতা মন্দির কমিটির কর্মকর্তা তথা উত্তর দিনাজপুর বাস-মিনিবাস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবণ প্রামাণিক জানান- এপর্যন্ত ৬২ লক্ষ টাকা ব্যয় হয়েছে। প্রয়োজন আরও ৩৮ লক্ষ টাকার । শ্রী প্রামাণিকের আশা- ওই পরিমাণ অর্থ ব্যয় করে আগামী তিন মাসের মধ্যেই ‘দক্ষিণেশ্বরের’ আদলে নির্মিত একটি পূর্ণাঙ্গ মোটর কালীমাতা মন্দির ভক্তবৃন্দের উদ্দেশে উৎসর্গ করতে চায় সংশ্লিষ্ট মন্দির কমিটি।
উল্লেখ্য, প্রায় তিন বছরযাবৎ অগুনতি নির্মাণকর্মী শ্রম দিয়ে বর্তমান পুরনো মন্দিরের পেছনেই গড়ে তুলেছেন সুবিশাল মোটরকালীমাতা মন্দির। নবনির্মিত কালীমায়ের মন্দিরের ঠিক গা ঘেঁষেই নির্মাণকাজ চলছে শিবঠাকুরের মন্দির তৈরির ।
শিবঠাকুরের মন্দির নির্মিত হলেই তৈরি হবে সুদৃশ্য সিঁড়ি। ওই সিঁড়ি দিয়েই মাথায় করে মায়ের বিগ্রহকে তোলা হবে নবনির্মিত মন্দিরে। এর পরেই নতুন মন্দিরের সামনে থাকা পুরনো মন্দিরকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। উদ্দেশ্য আর কিছুই নয়- দর্শনার্থীরা যেনও স্বাচ্ছন্দে মাতৃ-আরাধনায় ব্রতী হতে পারেন।
কার্যত প্লাবণবাবুর কথায়- আগামী দুর্গাপুজোর আগেই দুই দিনাজপুর-মালদার মানুষ একটি পূর্ণাঙ্গ মাতৃমন্দির উপহার পেতে চলেছেন। যার অপেক্ষার প্রহর গুণছেন তিন জেলার ভক্তবৃন্দরা। বাস্তবে রায়গঞ্জের দক্ষিণ প্রান্তে অবস্থিত দেবীনগরের ‘দেবপুরীর’ মতো শহরের উত্তর প্রান্তে কর্ণজোড়ার মোটরকালীমাতার মন্দিরটিও যে একটি দর্শণীয় স্থান হয়ে উঠতে চলেছে তা বলাই বাহুল্য।
Publish by fourteen web desk