রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ৫ মে থেকে শুরু হতে চলেছে জনসংযোগ কর্মসূচি। তারই প্রস্তুতি সভা হিসেবে মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি চন্দনা সরকার, চেয়ারম্যান সময় মুখোপাধ্যায়, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন-সহ অন্যান্য নেতৃত্ব। শনিবার কোর কমিটির সংস্থার সদস্য ও প্রত্যেকটি ব্লকের সভাপতিদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে জনসংযোগ কর্মসূচি ছাড়াও যে সমস্ত ব্লক নেতৃত্বরা বিভিন্নভাবে দলের বিরুদ্ধে কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে এমনি হুঁশিয়ারি দেওয়া হয় বৈঠক থেকে।
Avishek Saha, Reporter, North Malda