শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের কথা ঘোষণা করা হয়। আগামী ১০ জুন, শুক্রবার সকাল ১১ টায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে। গত ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলে। এইবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন প্রায় ৭ লক্ষ ৪৫ হাজার জন।
মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছেন পরীক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করার কথা বলায় খুশি পড়ুয়ারা।