Chopra: প্রহরীকে ভয় দেখিয়ে চুরি হল বিদ্যালয়ের কম্পিউটার

আরও পড়ুন

দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য চোপড়া ব্লকের মাঝিয়ালি উচ্চতর বিদ্যালয়ে। বিদ্যালয় সূত্রে জানা যায় রবিবার রাত একটা নাগাদ ১০-১২ জন দুষ্কৃতী মুখে কালো কাপড় পড়ে স্কুলের প্রহরীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কম্পিউটার রুমের তালা ভেঙে দশটি কম্পিউটার নিয়ে চম্পট দেয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।

প্রসঙ্গত এ ব্যাপারে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ”এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, আমরা সকলে মিলে এই স্কুলের শিক্ষা পরিকাঠামো থেকে সৌন্দর্যায়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে এই চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক ”। এই কম্পিউটার রুম থেকে দশটি কম্পিউটার চুরি হয়ে যাওয়ায় পড়ুয়াদের অনেকটাই ক্ষতি হবে বলে অনুমান করছেন তারা।

ইতিমধ্যেই খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চোপড়া থানার আইসি হেমন্ত কুমার শর্মা নিজে স্কুলে পৌঁছায় এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে তদারকি করছেন। পাশাপাশি স্কুলের দুই প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কি জানিয়েছেন শুনব –

Shubham Sarkar, Reporter, Uttar Dinajpur

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close