Howrah : স্প্যানিশ ভাষা শেখাতে স্পেন সরকারের সঙ্গে মউ সাক্ষর করবে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর

আরও পড়ুন

ছাত্র-ছাত্রীদের স্প্যানিশ ভাষায় প্রশিক্ষণ দিতে রাজ্য সরকারকে সবরকম সহায়তার হাত বাড়িয়ে দেবে স্পেন। মাদ্রিদের ইন্সটিটিউট কারভেন্টেজ-এর সেক্রেটারি জেনারেল-এর নেতৃত্বে স্পেনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও উচ্চ শিক্ষা সচিব মনীশ জৈনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিনিধি দলের তরফে শিক্ষক প্রশিক্ষণ ও স্প্যানিশ ভাষার জন্য রাজ্যের সঙ্গে ওই দেশের ছাত্র-ছাত্রীদের বিনিময়ের উপরে জোর দেওয়া হয়েছে বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার উপরে জোর দিয়েছেন। এবিষয়ে স্পেন সরকারের সঙ্গে রাজ্য সরকার ও উচ্চ শিক্ষা দফতরের মধ্যে শীঘ্রই একটি মউ স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গত সেপ্টেম্বর মাসে স্পেন সফরে গিয়ে রাজ্যে স্প্যানিশ ভাষা শেখানোর জন্য স্পেন সরকারের সঙ্গে কথা বলেছিলেন। এসব তারই ফলশ্রুতি বলে জানা গেছে।

প্রসঙ্গত, কলকাতার মানুষের মধ্যে জার্মান, ফ্রেঞ্চ-সহ নানান ভাষা শেখার প্রবণতা লক্ষ্য করা যায়। এবারে স্প্যানিশ ভাষায় কলকাতার মানুষ সড়গড় হলে কলকাতাবাসীর মুকুটে আরও একটি পালক সংযুক্ত হবে।

হাওড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close