তিস্তা নদীর পাড়ে থমকে দাঁড়িয়ে শিশু সন্তান সহ এক পাল হাতি, সেই দৃশ্য মোবাইল ক্যামেরাতে বন্দি করতে ব্যাস্ত অনেকেই, রাতে গ্রামে হানা দেবে না তো, উৎকণ্ঠায় এলাকাবাসী।
সূত্রের খবর বৃহস্পতিবার ভোরে আলো ফুটতেই হয়তো দলপতির নির্দেশ দিয়েছে হল্ট , অনেকটা সেই ভাবেই এখন পর্যন্ত সুশৃঙ্খল ভাবে জলপাইগুড়ি গোজলডোবার বারো নম্বর সেকশনে দাঁড়িয়ে আছে বিশাল সংখ্যার এক হাতির পাল।যদিও পথচলতি সাধারণ মানুষের কাছে থেকে দূরেই রয়েছে পালটি, তবে এলাকায় রয়েছে ঘনবসতিপূর্ণ গ্রাম, সাধারণত দিনের আলোতে যে হাতির দল এক স্থানে দাঁড়িয়ে পরে সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত সচারচর অবস্থান বদলায় না।হাতির পাল দেখতে পেয়ে এক দিকে যেমন খুশি এই পথ দিয়ে যাতায়াত করা পর্যটকেরা সহ অনেকেই ,পাশাপাশি রাতে গ্রামে হানাদারের ভয় ও যে পাচ্ছেন তা খোলাখুলি বলেই দিলেন,স্থানীয় বাসিন্দা সুশান্ত বৈরাগী।
অপরদিকে হাতির পাল দাঁড়িয়ে থাকার খবর পেয়েই ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বন বিভাগ সংশ্লিষ্ঠ এলাকার রেঞ্জ অফিসের কর্মীরা, ইতিমধ্যে হাতির পালকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন বন কর্মীরা বলে সূত্রের খবর।