Islampur : গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চ্যল গোটা এলাকায়

আরও পড়ুন

বিয়ের চার মাসের মধ্যে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নাককাঠি এলাকায়। ওই গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। দোষীদের গ্রেফতারের দাবিতে চোপড়া থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চোপড়া থানা চত্বর এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম নাসিমা বেগম। বয়স আনুমানিক (২০)। কি বলছেন মৃতার বাবা নাসিরুদ্দিন শুনব –

পরিবার সূত্রে জানা গেছে গত চার মাস আগে নাসিমা বেগমের সঙ্গে বিয়ে হয় আবিদ নামে এক ব্যক্তির । ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগ মাঝেমধ্যেই পনের জন্য মারধর করত তার শশুর বাড়ির লোকজন। কিছুদিন আগে বাপের বাড়ি থেকে কুড়ি হাজার টাকা নিয়ে যায় ওই গৃহবধূ। কিছু দিন ঠিক থাকার পর ফের বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূকে প্রাণে মেরে ঝুলিয়ে দিয়েছে শশুর বাড়ির লোকজন বলে অভিযোগ মেয়ের পরিবারের। এবং দোষীদের গ্রেফতারের দাবিতে চোপড়া থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে মৃত গৃহবধূর বাপের বাড়ি লোকজনেরা। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তারা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে মৃত গৃহবধূর কাকু সইফুদ্দিন কি বলছেন শুনব –

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close