ফুলবাড়িতে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ীর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চন বাড়ি এলাকায়। মৃত যুবকের নাম রাহুল রায়, বয়স ২১। গতকাল সন্ধ্যায় তার নিজের ঘড়েই ঘুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা। এরপর তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো রাহুলের বাবা-মা কাজে বেরিয়ে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে ছেলেকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঠিক কি কারনে এমন কাজ সে করলো কেউ বুঝে উঠতে পারছেন না। খবর পেয়ে ঘটনাস্থলের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।
Fourteen Times Line, Siliguri