Murshidabad : শিক্ষক নেই, লেখাপড়া শিকেয়, মিড-ডে মিল খেয়ে বাড়ি ফেরে পড়ুয়ারা

আরও পড়ুন

একের পর এক স্কুলে শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগ উঠছে প্রতিনিয়ত। আবারও এমন এক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের খড়গ্রামের একটি স্কুল। অভিভাবকদের অভিযোগ, এই স্কুলে দীর্ঘদিন যাবৎ কোনও শিক্ষক-শিক্ষিকা না থাকার কারনে পড়াশোনায় সমস্যার সম্মুখীন হচ্ছে খুদে পড়ুয়ারা।

এই গ্রামের অধিকাংশ বাসিন্দা দরিদ্র হওয়ায় কারনে বেসরকারি স্কুলে তাদের ছেলে-মেয়েদের পড়াশোনা করানোর সামর্থ নেই। তাই তারা স্থানীয় গ্রামের ওই সরকারি স্কুলেই ভর্তি করেছেন নিজের সন্তানদের। কিন্তু শিক্ষক-শিক্ষিকা না থাকার কারণে ক্রমশ পিছিয়ে পড়ছে প্রাণের চেয়ে প্রিয় সন্তানেরা। এক শিক্ষক থাকলেও কিছুদিন আগে তিনি অবসর গ্রহণ করেছেন।

এই স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭০ জন। শিক্ষক না থাকার কারনে গ্রুপ ডি-র কর্মীরা মাঝেমধ্যেই ক্লাস নেন খুদে পড়ুয়াদের। ফলে নিজেদের মধ্যে পড়াশোনা করে ও মিড্ ডে মিল খেয়ে খেলাধুলা করে বাড়ি চলে আসে পড়ুয়ারা। তবে মিড্ ডে মিল প্রতিদিন না সরবরাহেরও অভিযোগ উঠেছে স্কুলের বিরুদ্ধে। অভিভাবকদের দাবি- যেনও দ্রুত ওই স্কুলে শিক্ষক নিয়োগ করা হয়, নইলে সন্তানদের ভবিষ্যত নিয়ে চিন্তায় পড়তে হবে তাদের।

ফোর্টিন টাইমলাইন, খড়গ্রাম, মুর্শিদাবাদ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close