Uttar Dinajpur : কিশোরীর মৃত্যু নিয়ে অগ্নিগর্ভ কালিয়াগঞ্জ

আরও পড়ুন

শুক্রবার সকালে এক কিশোরীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের গাংগুয়া গ্রামে। ওই কিশোরীর মৃতদেহটিকে উদ্ধার করে রাস্তা অবরোধ করেন তার পরিবারের সদস্যরা। রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে।

সূত্রের খবর, মৃত ওই কিশোরীর নাম ডলি বর্মন। মালগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবকের সঙ্গে ওই কিশোরীর সম্পর্ক ছিল। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তার ওই প্রেমিক মদ্যপান করে ডলি বর্মনকে ডেকে যায়। রাতে তাকে ধর্ষনের ইচ্ছে প্রকাশ করলে কিশোরীটি তাদের দাবি মেনে নেয়নি। প্রেমিকা তার দাবি না মানায় তাকে পুকুরে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে জানা যায়। শুক্রবার সকালে কিশোরীর মৃতদেহ উদ্ধার হলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত কালিয়াগঞ্জ থানায় আত্মসমর্পন করে। অভিযুক্ত পুলিশের কাছে আত্মসর্পন করলেও তাতে শান্ত হননি মৃতার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ রাস্তায় রেখে দুর্গাপুর কালিয়াগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। অভিযুক্তকে তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকিও দেন।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close