কোন্নগরের নাবালিকার ঘটনায় এবার সরাসরি নাম জরালো তৃণমূলের কোন্নগর পুরসভার প্রাত্তন পুরপ্রশাসক তন্ময় দেবের সাথে শিবা রাও নামের আরও এক অভিযুক্তর ছবি ভাইরাল। এই বিষয়ে শ্রীরামপুর সাংঘঠনিক জেলা বিজেপির মহিলা সভাপতি সার্বরী সেন বলেন, এটা নতুন না, তৃণমূলের এটাই কালচার, অবিলম্বে দুই কাউন্সিলরকে আইনের আওতায় আনতে হবে ও গ্রেফতার করতে হবে। এদিকে তৃণমূলের জেলার নেতা
আচ্ছালাল যাদব বলেন কেউ কারো সাথে ছবি তুলতেই পারেন কিন্তু যদি সত্যি আমাদের দলের কেউ যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে দল যা ব্যাবস্থা নেয়ার দল নেবে। তৃণমূলের এইসব নেতা কর্মিদের পুলিশের তদন্তের আওতায় আনতে হবে। এই দাবিতেই কোন্নগরের বিভিন্ন এলাকায় পোষ্টার মারে SFI। এদিকে SFI জেলা সভাপতি অর্ণব ঘোষ বলেন গ্রেফতার না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। এর আগেও তন্ময় দেবের বিরুদ্ধে শিক্ষক কে মারধরের অভিযোগ ছিলো।