Kolkata : বড়িষার থিমভাবনায় এবার সৌরভ গঙ্গোপাধ্যায়!

আরও পড়ুন

বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানেই দুর্গাপূজো। এ রাজ্যের বিভিন্ন শহরে কম-বেশি দুর্গাপুজো হলেও বড় মাপের ঘনত্বের নিরিখে কলকাতার পুজোর সংখ্যা অনেক বেশি। প্রতিবারই নানান জায়গায় নানান থিমভাবনায় সজ্জিত হন মা দূর্গা। নতুন নতুন থিমভাবনায় শিল্পীরা পুজোর মণ্ডপ সাজিয়ে চমকে দেন কলকাতাবাসী সহ সকলকে। দুর্গাপুজো ইউনেসকোর স্বীকৃতি পাওয়ার পর কলকাতায় পুজো নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সমগ্র বিশ্বের মানুষের নজর এখন দুর্গাপুজোর দিকে।

এরই মধ্যে কলকাতার বড়িষা প্লেয়ার্স কর্ণার দুর্গাপুজোপ্রেমীদের জন্য একটি দারুণ চমক এনেছে। এইবছর, তাদের পুজোর থিমের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকবেন দাদাগিরিখ্যাত ভারত সেরা ক্রিকেট খেলোয়াড় সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguli)

প্রায় প্রতি বছরই পাড়ার পুজোয় উপস্থিত থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাঞ্জাবী পরে, ঢাক বাজানো থেকে শুরু করে ধুনুচি নাচ, সবেতেই শামিল হন মহারাজ। তবে, এইবারে পাড়ার পুজোর থিমের বিষয় হয়ে গেলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এই প্রথম কোনও পুজো কমিটির থিম ভাবনার অংশ হতে চলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বাস্তবে, বড়িষা প্লেয়ার্স কর্ণারের অভিভাবক সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং।

সূত্রের খবর, প্রিন্স অফ ক্যালকাটা(Prince of Calcutta) সৌরভ গঙ্গোপাধ্যায় এবার ৫০-এ পা দিতে চলেছেন। সঙ্গে তাঁর পাড়ার পুজো অর্থাৎ বড়িষা প্লেয়ার্স কর্ণারের সুবর্ণ বর্ষ-জয়ন্তী হতে চলেছে। সেই সূত্রেই, তাদের ৫০ বৎসর বর্ষপূর্তিতে থিমভাবনার পোশাকি নাম “মহারাজার ৫০ এ ৫০”।

বড়িষা প্লেয়ার্স কর্ণার ক্লাবের যুগ্মসচিব শুভম মিত্র জানিয়েছেন, “ মহারাজদা পঞ্চাশ বছরে পা রেখেছেন। আমরা পাড়ার ছেলেরা তাই তাঁকে এভাবেই সম্মান জানানোর পরিকল্পনা করেছি। আপাতত একটি টিজার প্রকাশ্যে এনে পুজোর থিমের খানিকটা আভাস দেওয়া হল। আগামী দিনে আরও তথ্য সামনে আনা হবে।” তিনি আরও বলেন, ” থিমের পুরোটাই শুধু সৌরভকে নিয়ে না হলেও থিমের অংশ অবশ্যই সৌরভ। কিন্তু কীভাবে তাঁকে ফুটিয়ে তোলা হবে, সৃজনে থাকবেন কোন শিল্পী, তা ক্রমশ প্রকাশ্য। প্রাক্তন ভারত অধিনায়কের অনুমতি নিয়েই কাজে নেমে পড়েছেন ক্লাবের সদস্য়রা।”

মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বড়িষা প্লেয়ার্স কর্ণার। যেখানে লেখা, ” মহারাজার পঞ্চাশে পঞ্চাশ। ” সঙ্গে লেখা, “২০২২-এ আমাদের চেনা বাউন্ডারির বাইরে বেরিয়ে মহারাজদার প্রতি শ্রদ্ধা নিবেদন ‘মহারাজার ৫০ এ ৫০’। আগামী দিনে পুজোর আরও বিস্তারিত তথ্য নিয়ে হাজির হব আমরা। দেখা যাক, পুজোর আসরে দাদাগিরি দেখাতে পারেন কি না। “

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close