তৃণমূল করতে বলার জন্য খুন করার হুমকি চিঠি বিজেপি নেতাকে। তৃণমূল না করলে ৭ দিনের মধ্যে গুলি করে খুন করার কথা বলা হয়েছে সেই চিঠিতে। পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার কাছে মাওবাদী পোস্টার আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এমন ঘটনার খবর পেয়ে পোস্টারগুলি উদ্ধার করেছে পুলিশ।
সূত্রের খবর, মঙ্গলবার পুরুলিয়ার বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের উপর থেকে মাওবাদী পোস্টার উদ্ধার করা হয়। সেগুলির একটি পোস্টারে সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা ছিল ”বিজেপি বানেশ্বর মাহাতো এমএলএ যদি প্রাণে বাঁচতে চান, তবে তৃণমূল করুন। নাহলে গুলি করে শেষ করে দেব। আমাদের সঙ্গে কোনও চালাকি নেই। ৭ দিনের মধ্যে গুলি করব।” আবার কোনও চিঠিতে লেখা, “প্রাণে বাঁচতে চাইলে বিজেপিকে একটা ভোটও নয়।” পোস্টারের নিচে পাশে একটি জায়গায় ফোন নম্বরের সঙ্গে লেখা, কুমুদরঞ্জন চৌধুরী, হেঁসলা, ঝালদা।
মঙ্গলবার সন্ধ্যায় এমন পোস্টার উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পোস্টারগুলি উদ্ধার করে তারা। পঞ্চায়েত ভোটের আগে এমন ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। এটি মাওবাদীদের কাজ নাকি পঞ্চায়েত ভোটের জন্য ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, পুরুলিয়া।