ধসের কবলে পড়ে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল মা ও দুই ছেলের। সিকিম-উত্তরবঙ্গে অবিরাম বর্ষণের ফলে সোমবার রাতে আচমকাই ধস নামে ওই এলাকায়। যার শিকার হয় বিমল মঙ্গার নামে এক ব্যক্তির বাড়ি। সূত্রের খবর- মঙ্গার-ঘরণী এবং তার দুই ছেলে বাড়িতে ছিলেন। ধসের কারনে তাদের তিনজনেরই মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় পুলিশ। এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছ সংশ্লিষ্ট এলাকায়।
ব্যুরো নিউজ, গ্যাংটক, সিকিম, টাইমস ফোর্টিন বাংলা।