TMC: কিছু জেলার চেয়ারম্যান, সভাপতি বদল করল শাসক দল

আরও পড়ুন

উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বদল হল। দলের জেলা কমিটির নতুন চেয়ারম্যান হলেন শচীন সিংহ রায়। এক্ষেত্রে হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ রায়কে সরিয়ে দেওয়া হল। রাজ্যের বেশ কয়েকটি জেলার সভাপতিও বদল করা হয়েছে। তবে দক্ষভাবে সংগঠন পরিচালনার জন্য তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি পদে কানাইলাল আগারওয়ালা অপরিবর্তিতই থাকছেন। এই বিষয়ে সরকারিভাবে ঘোষিত চেয়ারম্যান ও জেলা সভাপতিদের তালিকা তুলে ধরা হল।

 

তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে শক্ত হাতে রাজ্যকে সামলাতে চাইছে তা দলের জেলা কমিটির চেয়ারম্যান, সভাপতি এবং ৭টি নতুন জেলা তৈরি করাই বড় প্রমাণ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close