শুক্রবার ভরদুপুরে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তৃণমূল কর্মী আনোয়ার আলি। ঘটনাটি ঘটেছে টিটাগড়ের জিসি রোডে। শুক্রবার মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময়ই ঘটনাটি ঘটে। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায় এলাকাজুড়ে।
সূত্রের খবর, শুক্রবার টিটাগড়ের জিসি রোড দিয়ে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার আলি। সেই সময়ই মোটরবাইকে দুই দুষ্কৃতী এসে তার দিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি সরাসরি এসে ওই তৃণমূল কর্মীর মুখে লাগে। গুরুতরভাবে আহত অবস্থায় প্রথমে তাকে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। কিন্তু সেখান থেকে আসার পথেই তার মৃত্যু হয়ে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বছর ছাপ্পান্নর আনোয়ার। টিটাগড়ের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। এলাকায় ‘ভাল ছেলে’ হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু কে বা কারা তার দিকে গুলি চালায় তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে অভিযুক্তরা। তাদেরকে গ্রেফতারের জন্য তদন্ত করছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, টিটাগড়।