দেড়শো বছরের পুরনো রাজবাড়িতে পাঁচ দশকের বেশি সময় ধরে চলছে কলেজ। সময় ক্ষয় করছে রাজবাড়ির ছাদ-দেওয়াল। খসে পড়ছে দেওয়ালের পলেস্তারা, ছাদের চাঙর। দ্রুত চাঁচল কলেজ ভবন সংস্কার কিংবা নতুন কলেজ তৈরির দাবি তুলেছেন পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকারা।
১৯৬৯ সালের ২৬ অগাস্ট প্রতিষ্ঠিত হয় চাঁচল কলেজ। পরবর্তী সময়ে কলেজ স্থানান্তরিত করা হয় চাঁচল রাজবাড়ির একাংশে। ১৮৭২ সালে এই রাজবাড়ি তৈরির কাজ শুরু করেন রাজা শরৎচন্দ্র রায়চৌধুরি। অর্থাৎ বর্তমানে এই রাজবাড়ির বয়স প্রায় দেড়শো বছর। এখনও সেই বাড়ির ২৩টি ঘরে চলছে কলেজের ক্লাস। উচ্চশিক্ষার জন্য আসছেন ৬ হাজারেরও বেশি পড়ুয়া। এদিকে কালের নিয়মে রাজবাড়ির অনেক জায়গায় ফাটল ধরেছে। তাতে জন্মেছে বট-পাকুড়ের গাছ। খসে পড়ছে ছাদের চাঙর। কলেজ কর্তৃপক্ষ একাধিকবার ছোটখাটো মেরামতি করালেও রাজবাড়ির ক্ষয় রোধ করতে পারছে না। তার জন্য প্রয়োজন বিজ্ঞানভিত্তিক সংস্কার। ইতিমধ্যে কলেজ ছাত্র-ছাত্রীরা ভবণ দ্রুত সংস্কার করা হোক কিংবা নতুন কলেজ স্থাপনের দাবি তুলেছেন।
ভবনের পরিস্থিতি যে ভালো নয়, তা স্বীকার করে নিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস। তিনি বলেন, “আমাদের কলেজ রাজবাড়ির মধ্যে। রাজবাড়ির বাইরের পরিকাঠামো আমরা সংস্কার করতে পারি না। প্রতিটি তলের উচ্চতা ২০ ফুট। ফলে ভিতরে সংস্কারের কাজেও সমস্যা রয়েছে। সমস্যা সমাধানে আমরা বিভিন্ন জায়গায় প্রকল্প পাঠিয়েছি।”
Avishek Saha, Reporter, South Malda