পথ দুর্ঘটনায় মৃত্যু হল বোলপুর থানার ট্রাফিক ওসি-র। সোমবার রাতে ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পরে মৃত্যু বরণ করেন। মৃত ওই ট্রাফিক ওসির নাম তুহিন ঝা। বয়স ৪০ বছর। তিনি বোলপুর থানার ট্রাফিক ওসি ছিলেন। এমন ঘটনার খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্য-সহ সহকর্মীদের ওপর।
সূত্রের খবর, সোমবার রাতে ডিউটি করে বাড়ি ফেরার পথে বোলপুরের রবীবিথী বাইপাসে তুহিনবাবুর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে একটি ডিভাইডারের সঙ্গে। বাইক-সহ তিনি রাস্তায় ছিটকে পড়েন। যার জেরে গুরুতর ভাবে আহত হন তুহিনবাবু। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফোর্টিন টাইমলাইন, বোলপুর, বীরভূম।