Jalpaiguri : কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি

আরও পড়ুন

পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বিশ্ব উষ্ণায়ন রোধে বৃক্ষরোপণই হল একমাত্র হাতিয়ার। বৃক্ষ মানুষের পরম ও প্রকৃত বন্ধু। বৃক্ষ মানুষকে মহৎ করে তোলে, শুদ্ধতা অর্জনের জন্যও বৃক্ষমুখী হওয়ার বিকল্প নেই! দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরদের যদি বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায় তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন দেশ ভরে উঠবে সবুজে সবুজে – এই কথাকে পাথেয় করে জলপাইগুড়ি শ্রী সত্য সাই সেবা সংগঠনের জলপাইগুড়ি শহর সমিতির উদ্যোগে আর জলপাইগুড়ির গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের আইটি ডিপার্টমেন্টের সহযোগিতায় কলেজ চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আজ এই বৃক্ষরোপন কর্মসূচিতে মোট ১৭৫ টি চারা গাছ রোপন করা হয়েছে সংগঠনের সেবাদল ও কলেজের ছাত্র-ছাত্রীদের সহায়তায়। ভবিষ্যতে আরও চারা গাছ রোপন এর পাশাপাশি কলেজ চত্বরকে সবুজায়ন করবে বলে জানিয়েছে কলেজের ছাত্রছাত্রীরা। আজকের এই মহৎ কর্মসূচিতে শ্রী সত্য সাই সেবা সংগঠনের জলপাইগুড়ি শহর সমিতির সদস্য সদস্য-সহ কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল। পরিশেষে একটি কথা বলতেই হয়-এ ধরণিতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হল বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না।

জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close