রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে হুগলি জেলাতে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। মঙ্গলবার চুঁচুড়ার রবীন্দ্রভবন তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে পালন করা হল। এদিন এই অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দফতরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, জেলাশাসক ড. পি.দীপাপ্রিয়া, অতিরিক্ত জেলা শাসক নকুল চন্দ্র মাহাতো, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত ও আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বৃন্দরা।
হুগলি থেকে দেবস্মিতা চক্রবর্তীর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।