বিজেপি নেতা অনিমেষ বর্মনের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারের দিনহাটার বড় শাকদল গ্রাম পঞ্চায়েত এলাকায়। বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
সূত্রের খবর, দিনহাটা ২ নম্বর ব্লকের বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের লাঙ্গুলিয়া ঘাটপাড়ের অন্যতম বিজেপি নেতৃত্ব অনিমেষ বর্মন। মঙ্গলবার মাঝরাতে তার বাড়িতে কতিপয় কিছু দুষ্কৃতী হামলা চালায়। সেইসময় অনিমেষবাবু বাড়িতে ছিলেন না। তবে তার অভিযোগ, যারা হামলা চালিয়েছে তারা সকলেই তৃণমূল কংগ্রেসের হার্মাদ বাহিনী। যদিও পুরো ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
পরিবারের সদস্যদের দাবি, তাকে খুন করার চক্রান্ত করে তার বাড়িতে হামলা চালানো হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, দিনহাটা, কোচবিহার।