সোমবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে প্রকাশে গুলি চালায় দুষ্কৃতী। এ ঘটনায় তৃণমূলকর্মী প্রসাদ রাও নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে খড়গপুর পুরসভার ২০ নম্বর ওর্য়াডে। ওল্ড সেটেলমেন্ট মাতা মন্দিরের সামনেই দাঁড়িয়ে ছিলেন প্রসাদ রাও। সেই সময় হঠাৎ সেখানে ৩জন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খড়গপুর রেলওয়ে মেইন হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রকাশ্যে এমন শুটআউটে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।সোমবার সকালেই তিনি ব্যাংকক থেকে ফিরেছিলেন। আর রাতেই তার ওপর গুলি চালায় দুষ্কৃতীরা।
সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারনে তাকে খুন করা হয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। রাজনৈতিক শুত্রুতা! নাকি ব্যক্তিগত শত্রুতার কারনে এমন ঘটনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
ফোর্টিন টাইমলাইন, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।