Dhupguri Election : চার হাজারেরও বেশি ভোটে ধুপগুড়িতে জয় তৃণমূল প্রার্থীর

আরও পড়ুন

তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি তাপসী রায়কে ৪ হাজার ৩১৩ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন।

যদিও ধুপগুড়ির উপ-নির্বাচনে তৃণমুল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি ছাড়া সকলেরই জামানত জব্দ হল। সিপিআইএম প্রার্থী পেয়েছেন ১৩ হাজার ৬৬৬টি ভোট। শতাংশের হার ৬.৫২%। যেখানে তাকে ৩৪হাজার ৭১৫ টি ভোট পেতে হ’ত। একমাত্র তৃণমূল কংগ্রেস ও বিজেপি ছাড়া বাকি সবক’টি রাজনৈতিক দল সেই সংখ্যক ভোট পায়নি। ফলে তাদের সকলের জামানত বাজেয়াপ্ত হ’ল। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনও প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয় তখনই যখন সেই প্রার্থী কমিশনের নিয়ম ও আইনকে মান্যতা দিতে ব্যর্থ হন। নির্বাচন কমিশনের আইন বলছে- যত ভোট মানুষ দিয়েছেন সেখান থেকে প্রথমে বাদ যাবে NOTA’ র ভোট। এরপর যত সংখ্যা থাকবে তার একের ছয় ভাগ ভোট পেতে হবে প্রত্যেক প্রার্থীকে। যে প্রার্থী এই একের ছয় ভাগ ভোট পাবেন না তার প্রার্থী পদ জামানত বাজেয়াপ্ত করা হবে।

জলপাইগুড়ির ধূপগুড়ি এবং কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close