পুজোর রাতেই যুবক খুন

বাসন্তী পূজার সপ্তমীর রাতে খুন হল এক পঁচিশ বছরের যুবক

আরও পড়ুন

গতকাল ৮ এপ্রিল, বাসন্তী পূজার সপ্তমীর রাতে উত্তরদিনাজপুর জেলার সদর রায়গঞ্জের পুলিশ ফাঁড়ির ছত্রপুর এলাকায় এক যুবক খুন হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে আসেন রায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অর্শ বর্মা সহ পুলিশবাহিনী।
পুলিশসূত্রের খবর, মৃত যুবকের নাম নকুল দেবনাথ। তার ২৫ বছর বয়স। পুলিশসূত্রে অনুমাণ করা হয়েছে , মৃত নকুল দেবনাথকে ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। এই খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে, পুলিশ দুইজনকে গ্রেফতার করে। এরপর পুলিশ ভালোমতো তদন্ত শুরু করে। সেখানের স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধি সুমন দেবনাথ জানিয়েছেন , রায়গঞ্জের কর্ণজোড়ার পুলিশ ফাঁড়ির ছত্রপুর এলাকায় সকাল থেকে বাসন্তী পূজা হচ্ছিল । তাঁরা ওখানেই ছিলেন। তখনই তিনি শুনতে পান , পাশেই একটি বাড়িতে দেশি মদ বিক্রি হতো সেখানেই এক যুবক পরে আছে। তখন তাঁরা সেখানে গিয়ে দেখেন, যুবকটি মাথা থেঁতলে যাওয়া অবস্থায় পরে আছে। সঙ্গে-সঙ্গেই তিনি পুলিশ প্রশাসনকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশসুপার সহ পুলিশবাহিনী চলে আসে। স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধি সুমন দেবনাথ এই ঘটনাটির সঠিক তদন্তের দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close