Digha : বজ্রপাতে বেঘোরে প্রাণ গেল দুই পর্যটকের

আরও পড়ুন

বজ্রাঘাতে মৃত্যু হ’ল দুই পর্যটকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে সৈকত নগরীর নিউ দিঘার ক্ষণিকা ঘাটে। প্রসঙ্গত,শুক্রবার আচমকাই ঝড় বৃষ্টি শুরু হয় দিঘাতে। সেখানে উপস্থিত ছিলেন বেশ কিছু পর্যটক। বজ্রাঘাতে পাঁচজন গুরুতর জখম হলে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাদেরকে নিকটবর্তী দিঘা হাসপাতালে ভর্তি করেন। সহযোগিতা করে পুলিশ প্রশাসনও। তিনজন গুরুতর জখম অবস্থায় ভর্তি থাকলেও দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

মৃত দুই ব্যাক্তির মধ্যে একজন হলেন উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের বাসিন্দা সুগম পাল, বয়স পঁচিশ বছর। এছাড়াও আরেক ব্যক্তি হলেন,শুভদীপ পাল,বয়স ২৭ বছর। নদিয়া জেলার কল্যাণী এলাকার বাসিন্দা ছিলেন শুভদীপ। সূত্রের খবর, বেশ কয়েকদিন আগে সমুদ্র সৈকত নগরী দিঘা বেড়াতে আসেন ওই পর্যটকেরা। এমন মর্মান্তিক ঘটনায় শোকের নেমে এসেছে এলাকায়।পুলিশ জানায়, মৃত ওই দুই ব্যক্তিকে শনিবার ময়না তদন্তের জন্য পাঠানো হবে। নিহত দু’জনের পরিবারেই খবর পাঠানো হয়েছে। তারা দিঘায় এসে আজ রাতেই পৌঁছচ্ছেন বলে খবর। আগামীকাল ময়না তদন্তের পর নিহতদের মরদেহ নিয়ে নিজ নিজ শহরে সৎকার করা হবে বলে জানা গেছে।

ফোর্টিন টাইমলাইন, দিঘা,পূর্ব মেদিনীপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close