Jalpaiguri : পায়ে হেঁটে ভারত ভ্রমণে দুই যুবক

আরও পড়ুন

যেখানে মানুষ পা মাটিতে ফেলতেই চায় না সেখানে সাইকেল ও পায়ে হেঁটে ভারত ভ্রমনে দুই যুবক। মূলত গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা পেতে যানবাহনের ব্যবহার কমাতে ছোট ছোট সফরে সাইকেল ও পায়ে হেঁটে যাত্রা করার আহ্বান জানাতেই তাদের এই ভ্রমণ। বুধবার রাতে তারা ধূপগুড়ি শহর হয়ে আসামের দিকে রওনা হন। সেই দুই যুবকের নাম অমিত পাসওয়ান ও শ্রীকান্ত কল্যাণ। অমিত ঝাড়খণ্ডের বাসিন্দা এবং শ্রীকান্ত হায়দরাবাদের বাসিন্দা। তারা ৭ অক্টোবর ২০২১ সালে ছত্তিশগড় থেকে যাত্রা শুরু করেন বলে জানান। অমিত পাসওয়ান জানিয়েছেন,” মানুষ যাতে দুধ নিয়ে আসা, পেপার নিয়ে আসা, সবজি নিয়ে আসা এরকম ছোট ছোট ২০০ থেকে ৩০০ মিটার রাস্তা যাতায়াতের জন্য সাইকেল বা পায়ে হেঁটে যাতায়াত করে এই কারণেই আমরা সাইকেল ও পায়ে হেঁটে ভারত ভ্রমনে বেড়িয়ছি। তাছাড়া ভ্রমণ আমাদের আবেগ এবং নেশা। বিভিন্ন জায়গায় ভ্রমণের ফলে আমরা বিভিন্ন ভাষাভাষী মানুষের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি।”

Fourteen Times Line, Jalpaiguri

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close