মোটরবাইকের সঙ্গে ভ্যাটোর মুখোমুখি সংঘর্ষে বাইক চালকের মৃত্য হ’ল, আহত হয়েছেন আরও দুই বাইকের যাত্রী। আহতদের রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনাটি উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার ফাঁসিহারা গ্রামে ঘটেছে। পুলিশ ভ্যাটোটি আটক করলেও চালক পলাতক ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।
সূত্রের খবর, করণদিঘি থানার কচরার বাসিন্দা সাদিকুল ইসলামের বোন সাহানারা খাতুনের সঙ্গে বিয়ে হয়েছে মালদা জেলার সামসী এলাকার বাসিন্দা মাসিকুল আলমের। বিয়ের পর স্বামীকে নিয়ে সাহানারা এসেছিলেন করণদিঘির বাপের বাড়িতে। শনিবার তারা সামসী ফিরে যাবেন এমনই সিদ্ধান্ত ছিল। ভাই সাদিকুল আলম মোটরবাইকে চাপিয়ে দোমোহনায় ছেড়ে আসতে যাচ্ছিলেন। যাওয়ার সময় ফাঁসিহারা গ্রামের রাস্তায় উল্টো দিক থেকে আসা একটি ভ্যাটোর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালক সাদিকুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত হন বোন সাহানারা খাতুন এবং ভগ্নিপতি মাসিকুল আলম। করণদিঘি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দু’জনের আঘাত গুরুতর থাকায় তাদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।পুলিশ ভ্যাটোটি আটক করতে পারলেও চালক পলাতক। এমন মর্মান্তিক ঘটনা নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা