Uttar Dinajpur : কালীপুজোর প্রসাদে বিষক্রিয়ায় অসুস্থ ৩০ জন

আরও পড়ুন

কালীপূজার প্রসাদ খেয়ে বিষক্রিয়ায় একই সঙ্গে গুরুতর অসুস্থ হয়ে যান ৩০ জন অথিতি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাশিবাটি এলাকায়। অসুস্থদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্রের খবর, কাশিবাটি এলাকার বাসিন্দা অজয় দাস সোমবার নিজের বাড়িতে শ্যামা পূজার আয়োজন করে। মঙ্গলবার সেই পূজার প্রসাদ বিতরণ করা হয় আত্মীয়-পরিজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে। আর সেই প্রসাদ খাওয়ার পরেই একের পর এক মানুষের অসুস্থ হওয়ার খবর আসতে শুরু করে।

এই ঘটনায় শিশু ও মহিলা সহ প্রায় ৩০ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রত্যেকেরই পায়খানা, বমি ও পেট ব্যথা সহ বিভিন্ন উপসর্গ লক্ষ্য করা যায়। প্রাথমিক অনুমান খাবার অসুরক্ষিত রাখার কারণে তাতে বিষক্রিয়া দেখা যায়। খবর পেয়ে অসুস্থদের দেখতে ছুঁটে যান গ্রাম পঞ্চায়েতের সদস্য নগেন বর্মন। বর্তমানে অসুস্থদের অবস্থা স্থিতিশীল থাকায় স্বস্তির নিস্বাস ফেলেছেন প্রত্যেকেই।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

 

 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close